প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৩১ কোটি টাকা

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩১ কোটি ৩৯ লাখ টাকা অনুদান দেবে জাপান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 01:42 PM
Updated : 9 Feb 2016, 02:38 PM

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের মধ্যে এই চুক্তি হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা।

অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষার উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) শীর্ষক কার্যক্রমটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১১-১৭ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে।

জাপান ২০১১, ২০১২ ও ২০১৩ সালে এ কার্যক্রমে প্রতিবছর ৫০ কোটি ইয়েন করে সহায়তা দিয়ে আসছেল। এটি তাদের চতুর্থ পর্বের অনুদান সহায়তা।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান পাঠদান বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রেণি কক্ষে শিক্ষার মান উন্নয়ন এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য, বলেন সচিব।