আইএমএফ আমাদের বোঝে না: মুহিত

বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)  চেয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ধারণা স্পষ্ট বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2016, 07:33 PM
Updated : 12 April 2016, 11:16 AM

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের পূর্বাভাসের সংশোধনের প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

মুহিত বলেন, “উন্নয়ন সহযোগীরা সব সময় আমাদের অর্জনকে কম করে দেখে। আইএমএফ তাদের একটি।

“আইএমএফ সব সময় কম প্রক্ষেপন করে। আমাদের সম্পর্কে তাদের ধারণা কম। তাই তারা ৬ দশমিক ৩ শতাংশ হবে বলেছিল। কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা যখন পূরণ হয়, তখন আইএমএফ আমাদের সাথে একমত পোষণ করে।”

“আমাদের প্রাক্কলনের কাছাকাছি বলে থাকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কারণ তারা আমাদের বোঝে। আমাদের কাজ সম্পর্কে তাদের ধারণা আছে। তাদের চেয়ে কম বলে বিশ্ব ব্যাংক,” বলেন অর্থমন্ত্রী।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে দৃঢ় আশাবাদী তিনি।

২০১৪-১৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫৫ ভাগ হয়েছে বলে গত মঙ্গলবার জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রাথমিক হিসাবে ওই অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫১ শতাংশ ধরা হয়েছিল।