চট্টগ্রামে আয়কর মেলার প্রথম দিনে কোটি টাকা আদায়

চট্টগ্রামে তিন দিনের শীতকালীন আয়কর মেলার প্রথম দিনে এক কোটি দুই লাখ ১২ হাজার ২৮৬ টাকার আয়কর আদায় হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2015, 01:30 PM
Updated : 19 Nov 2015, 01:30 PM

বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ এর সামনের মাঠে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর আপিল অঞ্চলের কমিশনার কাজী ইমদাদুল হক।

বৃহস্পতিবার দুই হাজার ৬৩৫ জন করদাতা রির্টান জমা দেন। শুরুর দিনে নতুন টিন নম্বর নেন ৯৮ জন ও পুনঃনিবন্ধন করেন সাতজন।

আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রামের এই শীতকালীন আয়কর মেলা চলবে।