ব্যাংক ঋণ পেতে পাটজাত মোড়কের বাধ্যবাধকতা

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী কিংবা প্রতিষ্ঠানকে এখন থেকে ব্যাংক ঋণ পেতে হলে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 04:08 PM
Updated : 13 Oct 2015, 03:17 AM

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই শর্ত আরোপের কথা জানানো হয়।

গত ২০ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত হয়।

তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।