সচিবালয়ে কর পরামর্শ কেন্দ্র

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয়ে ‘কর পরামর্শ কেন্দ্র’ খুলছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 04:03 PM
Updated : 5 Sept 2015, 04:03 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (ভবন নং-৬, কক্ষ নং-১৪১৫, ১৫ তলা) এই কর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত থাকবেন।

এই কেন্দ্র থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন ফরম পূরণ, টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) খোলাসহ কর সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ দেওয়া হবে এই কেন্দ্র থেকে।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের ১২ তলায় এ ধরনের একটি কেন্দ্র আছে বলে জানান মু’মেন।