অগাস্টে মূল্যস্ফীতি কমেছে

দুই মাস বাড়ার পর গত অগাস্টে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে এসেছে, যার কারণ হিসেবে চালের দাম কমে আসার কথা বলছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 10:58 AM
Updated : 2 Sept 2015, 01:25 PM

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ, যা জুলাইয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ ছিল।

বুধবার এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “গেল মাসে বিশেষ করে চালের দাম কমায় সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমেছে। খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই গত মাসে মূল্যস্ফীতি কমেছে।”

অগাস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য খাতে ৬ দশমিক ০৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, যা জুলাইয়ে ৬ দশমিক ০৭ শতাংশ ছিল।

আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের ৬ দশমিক ৮০ শতাংশ থেকে কমে অগাস্টে ৬ দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

অগাস্ট মাসে গ্রামাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৭৬ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ ছিল। অন্যদিকে শহর এলাকায় তা ৭ দশমিক ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

অগাস্টে ৬ দশমিক ১৭ শতাংশ সার্বিক মূল্যস্ফীতির অর্থ হল, এক বছর আগে ১০০ টাকায় যে পণ্য পাওয়া যেত, এ বছর অগাস্টে তা কিনতে ১০৬ টাকা ১৭ লেগেছে।

গত অর্থবছরের শেষ মাস জুনে ৬ দশমিক ২৫ শতাংশ এবং তার আগে মে মাসে ৬ দশমিক ১৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।  

অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান, আইএমইডি সচিব শহীদ উল্লাহ খন্দকার, তথ্য ব্যবস্থাপনা ও পরিসংখ্যান বিভাগের সচিব কানিজ ফাতেমা মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন।