পণ্য যাচাই করে এলসি খোলার নির্দেশ

পণ্যের আমদানি যোগ্যতার বিষয়ে নিশ্চিত হয়ে ব্যাংকগুলোকে এলসি (ঋণপত্র) খুলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 04:14 PM
Updated : 1 Sept 2015, 04:14 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

আমদানি করা পণ্য খালাস পর্যায়ে সৃষ্ট জটিলতা দূর করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়েছে।

আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

সম্প্রতি আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিদ্যমান আমদানি নীতি আদেশ বা বিধি বা এসআরও এর শর্ত যথাযথভাবে খেয়াল না করে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে আমদানি নিষিদ্ধ বা আমদানি নিয়ন্ত্রিত পণ্যের এলসি খুলছে। এতে ওই পণ্য বন্দরে আসার পর খালাস পর্যায়ে নানা জটিলতা তৈরি হচ্ছে।

এই জটিলতা নিরসনের জন্য ব্যাংকগুলোর এলসি খোলার আগে আমদানি নীতি আদেশ বা বিধি বা এসআরও যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়।