ঢাকায় নভেম্বরে পাবলিক প্রকিউরমেন্ট সম্মেলন

ঢাকায় তিন দিনব্যাপী সরকারি ক্রয় সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট- সিপিটিইউ। ১ নভেম্বর এই সম্মেলন শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 04:24 PM
Updated : 26 August 2015, 04:24 PM

সিপিটিইউ বলছে, ইন্টারনেট ভিত্তিক দরপত্র কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক পাবলিক প্রকিউরমেন্ট কনফারেন্স’ শীর্ষক এ আয়োজনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের শতাধিক সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়াও লাতিন আমেরিকান রিজিওনাল পাবলিক প্রকিউরমেন্ট নেটওয়ার্ক, ইউরোপিয়ান প্রকিউরমেন্ট নেটওয়ার্ক এবং চাটার্ড ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড সাপ্লাই এর প্রতিনিধিরাও সম্মেলনে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

সিপিটিইউ এর মহাপরিচালক মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সরকারি ক্রয় কীভাবে আরো মসৃণ করা যায় সম্মেলনে এ বিষয়টি প্রাধান্য পাবে। এজন্য এ সংক্রান্ত কারিগরি উৎকর্ষ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে। আমরা মনে করি সরকারি ক্রয়ের সাথে সম্পৃক্ত প্রফেশনাল বডি আমাদের এখানে এখনো গড়ে ওঠেনি। এ বিষয়টিকে আমরা সম্মেলনে তুলে ধরে এর সম্ভাব্য সমাধান আশা করছি।”

সরকারি ক্রয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নিয়েও সম্মেলনে আলোচনা হবে বলে জানান তিনি।

সিপিটিইউ মহাপরিচালক জানান, ২০১১ সাল থেকে বাংলাদেশ ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবছরের জুলাই পর্যন্ত ২৪টি মন্ত্রণালয়ের ৯৮টি সংস্থা ই-জিপির মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পাদন করছে।

২০১১ সালে নেপালের কাঠমান্ডুতে প্রথমবারের মতো আঞ্চলিক পাবলিক প্রকিউরমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। এরপর ২০১৪ সালে পাকিস্তানে দ্বিতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল।