খোকার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব তলব

বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকার স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2015, 03:21 PM
Updated : 23 August 2015, 03:21 PM

সম্প্রতি এবিষয়ে এনবিআরের কর অঞ্চল-৫ থেকে দেশে কার‌্যরত সব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে রাজস্ব আদায়ের স্বার্থে ২০০৮ সালের ১ জুলাই থেকে এখন পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়রের স্ত্রী ইসমত আরা, ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের নামে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সব ব্যাংকের সব শাখার হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৩(এফ) ধারার অধীনে পাঠানো এই চিঠিতে তিনজনের ব্যক্তিগত বা যৌথ নামে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি হিসাব, এফসি হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, ভল্ট, ডেবিট বা ক্রেডিট হিসাবের তথ্য জানাতে বলা হয়েছে।

এসব ব্যক্তিদের টিআইএন, ই-টিআইএন ও জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া হয়েছে; ৩-৪/১ গোপীবাগ ঢাকার ঠিকানা দেওয়া হয়েছে।

সাধারণত করদাতারা রিটার্ন দাখিলের সময় সম্পদের প্রকৃত ঘোষণা দিয়েছে কি না তা যাচাই করার জন্য করদাতাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে থাকে এনবিআর।