সোনার দাম কমছে

সব ধরনের সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস), যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2015, 01:25 PM
Updated : 23 July 2015, 03:06 AM

স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠনের সচিব খালেদ আকন্দ এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। একই কারণে রুপার দামও কমানো হয়েছে।”

খালেদ আকন্দ জানান, সব ধরনের সোনার দাম ভরিতে ১৫৪০ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৮৫ টাকা, যা ৩ হাজার ৮১৭ টাকা ছিল। এ হিসেবে এই মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৪২ হাজার ৯৮১ টাকা।

১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি।

২১ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামের দাম ৩ হাজার ৬৩৭ টাকা থেকে কমিয়ে ৩ হাজার ৫০৫ টাকা করা হয়েছে। নতুন সমন্বয়কৃত দাম অনুযায়ী এই মানের সোনার ভরিতে দাম পড়বে ৪০ হাজার ৮৮২ টাকা।

১৮ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ হয়েছে প্রতি গ্রাম ২ হাজার ৯৩৫ টাকা, যা ভরিতে দাঁড়ায় ৩৪ হাজার ২৩৩ টাকা।

বুধবার পর্যন্ত এই মানের সোনা ৩ হাজার ৬৭ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৬০ টাকা, যা আগে ছিল ২০৬৫ টাকা। নতুন দর অনুযায়ী সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২২ হাজার ২৩১ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও প্রতি গ্রামে ৫ টাকা কমিয়ে ৮৫ টাকা নির্ধারণ করেছে বাজুস। এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ৯০ টাকা।

সমন্বয় করা দাম অনুযায়ী ২১ অথবা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৯৯১ টাকা। এ হিসেবে প্রতি ভরি রুপায় দাম কমছে ৫৮ টাকা।