মিরসরাইয়ের পাহাড়ে সুড়ঙ্গের সন্ধান

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্গম পাহাড়ে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 03:37 PM
Updated : 26 Sept 2017, 03:48 PM

মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ও হিঙ্গুলি ইউনিয়নের সীমানার কাছাকাছি দক্ষিণ অলিনগরের ডুইল্ল্যাছড়া নামক পাহাড়ি এলাকায় সুড়ঙ্গটির সন্ধান মেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, সকালে ওই এলাকায় পাহাড়ে সুড়ঙ্গটির মুখের মাটি সরে গেলে এটির অস্তিত্ব টের পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

জোরারগঞ্জ থানার ওসি মো. জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা বড় কোন ঘটনা নয়। অনেক পুরনো একটি সুড়ঙ্গ।

“দশ থেকে ১৫ ফুট লম্বা ধারণা করছি। তবে এটির ভেতরে তিন-চার ফুট পর আর যাওয়া যায় না।”

সুড়ঙ্গটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে উদ্বেগের কিছু নেই।