চবির হল থেকে ধারালো অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল থেকে প্রায় ৩০টি ধারালো অস্ত্র এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 02:38 PM
Updated : 26 Sept 2017, 03:29 PM

মঙ্গলবার দুপুরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। অভিযানে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ সিলগালাও করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় ছাত্রাবাস ও এর আশপাশে নিয়মিত অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

“এর অংশ হিসেবে শহীদ আবদুর রব হলে অভিযানের সময় বেশ কয়েকটি কক্ষ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে।”

ছাত্রাবাসে তল্লাশী করে ৩০টির মত দা-ছুরি উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

তবে অস্ত্র উদ্ধারের বিষয়টি অস্বীকার করে ছাত্রাবাসের প্রাধ্যক্ষ এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, “আমি সারাদিন হলে ছিলাম।

“অভিযানে কোনো দেশীয় অস্ত্র পাওয়া যায়নি। কেবল গাঁজা সেবনের কিছু উপকরণ জব্দ করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আখতারুজ্জামান জানান, অভিযানে দুই বস্তা পাথর ও কিছু গাঁজা সেবনের উপকরণ পাওয়া গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।