চট্টগ্রামে ক্লিনিকের লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রাসায়নিক উপাদান পাওয়ায় চট্টগ্রামের বেসরকারি একটি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 02:16 PM
Updated : 26 Sept 2017, 02:36 PM

মঙ্গলবার নগরীর পাঁচলাইশ থানাধীন ওআর নিজাম রোডে অবস্থিত মেডিকেল সেন্টার নামের ওই ক্লিনিককে জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. নুরুল হায়দারও উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লিনিকটির অপারেশন থিয়েটারে যেসব ওষুধ পাওয়া গেছে তার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ।

পরীক্ষাগারে কয়েকটি উপাদানেরও (রি-এজেন্ট) মেয়াদ ছিল না জানিয়ে তিনি বলেন, “সেখানকার রেডিওলজিস্টের সহকারীর কোনো অভিজ্ঞতা ও শিক্ষাগত সনদ ছিল না।

“একই সাথে সেখানকার ফার্মেসিতে ওষুধ সঠিক মাত্রায় সংরক্ষণ করা হচ্ছিল না।”

এসব অভিযোগে ড্রাগ অ্যাক্টে ক্লিনিকটিকে জরিমানা করা হয় বলে জানান তানিয়া মুন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।