কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রার্থীদের ভোট বর্জন

চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে ভীতি সৃষ্টি ও বাধা দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে বিএনপিমনোনীত প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 06:07 AM
Updated : 24 Sept 2017, 01:10 PM

শনিবার সকালে ৮টায় ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় শিকলবাহায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম ফোরকান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সরকারদলীয় প্রার্থী ও তার সমর্থকরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে, নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে, বাসায় হামলা করেছে।

উপজেলার ২৬টি ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে পারলেও ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে সরকারদলীয় প্রার্থীর লোকজন তাদের বের দেয়।

“এ ধরণের পরিস্থিতিতে ভোট করার পরিবেশ নেই। এ কারণেই আমরা ভোট বর্জন করেছি।”

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ওসমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মির্জান শামীমও সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা জানান।

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারুক চৌধুরী।

কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ৪২ কেন্দ্রে মোট ভোটার একলাখ সাত হাজার ৭৯৯ জন।