চট্টগ্রামে সিপিবির যুব ক্যাম্প

শোষণ, লুটপাটের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবব্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 04:30 PM
Updated : 21 Sept 2017, 04:30 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সিটি গেইটে দলের দুদিনব্যাপী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সিপিবি সভাপতি বলেন, “দুর্বৃত্তায়ন পুরো দেশকে গ্রাস করে আছে। নারী-নির্যাতন, ধর্ষণ দিন দিন বাড়ছে। জন-বিরোধী শক্তির নিয়ন্ত্রণে রাজনীতি। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশের সঙ্কট আরও বাড়বে।”

তিনি বলেন, “যুবকের স্বাভাবিক কাজ হল অন্যায়-অপরাধের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, বিদ্রোহ করা। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলে বিক্ষুব্ধ বিদ্রোহী যুব সমাজের বিকল্প নেই।”

সিপিবির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, রুহিন হোসেন প্রিন্স, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা।

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে সিপিবি এ যুব কমিউনিস্ট ক্যাম্প আয়োজন করেছে।