চট্টগ্রামে গুদাম থেকে ৮০ হাজার বস্তা চাল জব্দ

দীর্ঘদিন গুদামে চাল মজুদ রাখায় চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের ৮০ হাজার বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 12:47 PM
Updated : 21 Sept 2017, 12:47 PM

বৃহস্পতিবার নগরীর সাগরিকা এলাকায় আহমেদ ট্রেডিং নামের  একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। নিয়ম বহির্ভূতভাবে চাল মজুদ রাখায় ওই গুদামের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক মাসের বেশি চাল গুদামে না রাখার নিয়ম থাকলেও মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন সেখানে চাল রেখেছে।

“সে কারণে চাল জব্দ করার পাশাপাশি গুদামের ব্যবস্থাপক মোহাম্মদ তাহেরকে জরিমানা করা হয়।”

ওই সব বস্তায় প্রায় চার হাজার টন চাল রয়েছে বলে মোরাদ আলী জানান।