ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী কারাগারে

বেসরকারি যমুনা ব্যাংকের ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ছিদ্দিক ট্রেডাসের মালিক আবু সাঈদ চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 12:57 PM
Updated : 19 Sept 2017, 12:57 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এ আদেশ দেন।

চট্টগ্রাম আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিদর্শক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন ছিদ্দিক ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ।

“জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

গত ৩০ জুলাই দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক নগরীর কোতোয়ালী থানায় এ মামলা করেন।

মামলার অন্য আসামি হলেন যুমনা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার সাবেক প্রধান মনজুরুল আহসান চৌধুরী।

মনজুরুল আহসান চৌধুরী শুরু থেকেই পলাতক বলে জানান দুদকের পরিদর্শক এমরান হোসেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১১ সালের ১০ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে সুদসহ মোট ৭১ কোটি ৯২ লাখ তিন হাজার ১১৬ টাকা আত্মসাৎ করেছেন আবু সাঈদ চৌধুরী।

তাকে এ কাজে সহায়তা করেছেন ব্যাংক কর্মকর্তা মনজুরুল আহসান।