চট্টগ্রামে ট্রলার মেরামত করতে নদীতে নেমে জেলের মৃত্যু

চট্টগ্রামে ফিশিং ট্রলার মেরামতের জন্য নদীতে নেমে এক জেলের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 06:21 AM
Updated : 19 Sept 2017, 06:21 AM

মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর ইছানগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

মো. আবছার নামের ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মাইকভাঙ্গা এলাকায়।

তার নাতি মো. জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এফভি এসআরএল-৭ নামে একটি ফিশিং ট্রলারে কাজ করতেন আবছার। সকালে ইছানগর এলাকায় নোঙ্গর করা অবস্থায় ট্রলারের প্রোপেলারে জাল আটকে গেলে তিনি তা দেখতে নামেন।

“কোমরে রশি বেঁধে নদীতে নামার পর ফিরে না আসায় রশি টেনে তাকে অচেতন অবস্থায় উপরে তোলা হয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সংজ্ঞাহীন আবছারকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কী কারণ আবছারের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি এই পুলিশ সদস্য।