আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে আহত আরও দুই কিশোরসহ তিন রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 06:16 AM
Updated : 17 Feb 2020, 09:58 AM

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে সোমবার রাতে তাদের চট্টগ্রামে পাঠানা হয়।

ফাইল ছবি

এই তিনজন হলেন- মো. হাবিবউল্লাহ (১৭), মোহাম্মদ উল্লাহ (১৮) ও মোহাম্মদ আলম (১৮)।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তিনজনের মধ্যে দুইজন বন্দুক ও লাঠির আঘাতে আহত; আর অন্যজন হাতির আক্রমণে আহত হয়েছেন।

রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়।

আহতদের বরাত দিয়ে আলাউদ্দিন বলেন, হাবিবউল্লাহ মিয়ানমারের সেনা সদস্যদের বন্দুকের আঘাতে কোমর ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। আর মোহাম্মদ উল্লাহ হাতে আঘাত পেয়েছেন লাঠিপেটায়।

এছাড়া আলম উখিয়ায় হাতির তাণ্ডবের মধ্যে আহত হন বলে জানান তিনি।