শতাধিক রোহিঙ্গা পটিয়ায় ধরা

মিয়ানমার থেকে পালিয়ে এসে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের শতাধিক জন চট্টগ্রামের পটিয়ায় ধরা পড়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 12:35 PM
Updated : 18 Sept 2017, 12:37 PM

রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত পটিয়া উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ১১৫ রোহিঙ্গাকে উদ্ধার করে কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দমন-পীড়নের মুখে এই পর্যন্ত বাংলাদেশে আসা ৪ লাখ রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ায় আশ্রয় কেন্দ্র করেছে সরকার।

মিয়ানমারের এই নাগরিকদের কক্সবাজারের উখিয়ায় সীমাবদ্ধ রাখতে চায় সরকার। তাদের সারাদেশে ছড়িয়ে পড়া বন্ধে পুলিশের তৎপরতার মধ্যেও বিভিন্ন জেলায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে।

এর মধ্যেই পটিয়ার বিভিন্ন বাড়ি ও রাস্তা থেকে ১১৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয় বলে পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “বিভিন্ন স্থান থেকে উদ্ধারের পর তাদের একত্র করে আজ (সোমবার) বিকালে কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়।”

এদের মধ্যে সাম্প্রতিক সহিংসতার আগে বাংলাদেশে আসা রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুও ছিল বলে ওসি জানান।

তিনি বলেন, এদের অনেকে উপজেলার হাইদগাঁও, ছনহরা, গোবিন্দারখিল গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকছিল।

এর আগে চট্টগ্রামের বাকলিয়া, পতেঙ্গা, সীতাকুণ্ড, হাটহাজারীতে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদ্ধার করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়।