চট্টগ্রাম থেকে অপহৃত শিক্ষক ফেনীতে উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়া থেকে ‘মুক্তিপণের’ জন্য অপহৃত স্কুলশিক্ষককে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 02:51 PM
Updated : 17 Sept 2017, 02:54 PM

অপহৃত শরীফ চৌধুরী চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক।

রোববার ফেনী সদর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর-দক্ষিণ) মো. শহিদুল্লাহ জানিয়েছেন।

অপহরেণে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম ওরফে নওশাদ (৩৯) ও মো. রুবেল (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে নওশাদ ও মো. রুবেল

গত শুক্রবার বিকালে বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার বাসা থেকে শরীফ চৌধুরীকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছ থেকে ২৮ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে।

২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে শরীফ চৌধুরীকে হত্যা করারও হুমকি দেয় অপহরণকারীরা। 

উপ-কমিশনার শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল হাটহাজারি থেকে জাহাঙ্গীর ও রুবেলকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফেনী থেকে শরীফ চৌধুরীকে উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, শরীফ চৌধুরীর শ্যালক মোসলেম হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন আগে তার ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে ২৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করে। ওই টাকা উদ্ধার করতেই শরীফকে তুলে নিয়েছিল মোসলেমের প্রতিপক্ষ।