ভাসমান হকারদের শতাধিক চৌকি অপসারণ

নগরীর বিভিন্ন ফুটপাত, নালা ও রাস্তার ওপর থাকা ভাসমান হকারদের শতাধিক চৌকি উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 03:02 PM
Updated : 12 Sept 2017, 03:02 PM

মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন এবং বিশেষ ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস অভিযানে নেতৃত্ব দেন।

সনজিদা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশন রোড, ফলমন্ডির সামনের সড়কের উভয় পাশে, রাইফেল স্কয়ারের সামনে এবং প্রাথমিক শিক্ষা অফিসের সামনের সড়কের জায়গা দখল করে, নালার ওপর ও ফুটপাত থেকে শতাধিক চৌকি উচ্ছেদ করা হয়েছে।

“এছাড়া ভ্রাম্যমাণ হকারদের পাঁচটি ঠেলাগাড়িও উচ্ছেদ করা হয়।”

সনজিদা শারমিন বলেন, ১ সেপ্টেম্বর থেকে নিউ মার্কেট, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় বিকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত হকারদের বসার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

“নির্ধারিত সময়ের বাইরে এসব চৌকি ফুটপাতে রাখা হয়েছে। তাই সেগুলো অপসারণ করা হয়েছে।”

অভিযান চলাকালে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, হকার সংগঠনের নেতৃবৃন্দ, নগর পুলিশের একটি দল এবং সিসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।