চট্টগ্রামে চুরির দেড় মাস পর অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে চুরি যাওয়ার প্রায় দেড় মাস পর হাটহাজারী থেকে একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 11:24 AM
Updated : 12 Sept 2017, 11:24 AM

ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা সোমবার অটোরিকশাটি উদ্ধার করে চট্টগ্রাম নগরী ও হাটহাজারীতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

এরা হলেন- মো. আলী আকবর (৫৫) ও নাজিম উদ্দিন (১৯)। পেশায় অটোরিকশা চালক আলী আকবর তালিকাভুক্ত অটো রিকশা চোর বলে পুলিশের দাবি।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ জুলাই কর্ণফুলী থানার চরফরিদ এলাকা থেকে অটোরিকশাটি চুরি হয়।

এ ঘটনায় অটোরিকশার মালিক কর্ণফুলী থানায় একটি মামলা করেন।

পিবিআই তদন্তে নেমে সোমবার সকালে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আলী আকবরকে গ্রেপ্তার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সন্তোষ কুমার বলেন, পরে আকবরের দেওয়া তথ্যে রাতে হাটহাজারীর জোবরা এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করে অটোরিকশাটি উদ্ধার করে।

আকবর অটোরিকশাটি চুরি করে ৪০ হাজার টাকায় নাজিমের কাছে বিক্রি করে দেয়। পরে সেটি যেন কেউ চিনতে না পারে সেজন্য নাজিম ‘চট্টগ্রাম-থ ১৩- ৪৭৫৫’ নম্বরের ডিজিটাল নম্বর প্লেট খুলে রং দিয়ে চট্টগ্রাম- থ ১৩ লিখে দেয়। এছাড়া অটোরিকশার বেশকিছু অংশও পরিবর্তন করে ফেলে।

পিবিআই কর্মকর্তা সন্তোষ বলেন, আকবর অটোরিকশার চালক হলেও পেশাদার চোর। এর আগেও সে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিল।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।