গুলিবিদ্ধ চারজনসহ আরও ৫ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা গুলিবিদ্ধ চারজনসহ আরও পাঁচ রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 07:04 AM
Updated : 17 Feb 2020, 10:02 AM

টেকনাফের সীমান্তবর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সোমবার রাতে তাদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসা নিতে আসারা হলেন- গুলিবিদ্ধ ইমাম শরীফ (১৬), মওকত উল্লাহ (২৮), মো. তাহের (২১), আব্দুল করিম (১৯) ও মরিয়ম বেগম (১০)।   

ফাইল ছবি

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমির জানান, আহতদের মধ্যে মরিয়ম টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্যরা সবাই গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে পালিয়ে এসেছেন।

গুলিবিদ্ধ সবার পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।  

আলাউদ্দিন জানান, রাতে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।

এর পর থেকে গত ১৯ দিনে মোট ৯৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। যাদের অধিকাংশই গুলিবিদ্ধ ও বোমা বিস্ফোরণে আগুনে পোড়া।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর গত ২৬ অগাস্ট একজন এবং ৩০ অগাস্ট আরও একজন মারা যান।