পাহাড়ে ছড়ায় ভেসে কিশোরীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি ছড়া থেকে কাঠ নিতে গিয়ে পানির স্রোতে ভেসে মারা গেছেন এক কিশোরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 12:03 PM
Updated : 10 Sept 2017, 12:08 PM

রোববার সকালে মিরের হাট বাজারের মুণ্ডরি ছড়ায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত বৈশাখী (১১) মিরের খিল সরদার বাড়ির লোকমান হোসেনের মেয়ে। তার সঙ্গী একই বাড়ির দিদার আহমেদের মেয়ে লিজা আক্তার (১২)  নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিতে পাহাড়ি ঢলে ছড়াতে (জলধারা) প্রচুর স্রোত ছিল। পানি দিয়ে ভেসে যাওয়া কাঠ তুলতে গিয়ে পা পিছলে বৈশাখী ও লিজা পড়ে যায়।”

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে ঘণ্টাখানেক পর ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে বৈশাখীর লাশ পায়।

লিজাকে খুঁজতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের।