বন্দরে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ শুরু

একহাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2017, 02:23 PM
Updated : 8 Sept 2017, 02:23 PM

শুক্রবার নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) নামে টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিতব্য এ টার্মিনালে তিনটি সাধারণ জেটি ও একটি ডলফিন জেটি থাকবে। এখানে একসাথে তিনটি জাহাজ ভেড়ানোর সুবিধা থাকবে এবং বছরে চার লাখ ৪০টি কন্টেইনার পরিবহন করা যাবে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শাজাহান খান বলেন, “চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে, আগামী মেয়াদের মধ্যে তা শেষ করা হবে।”

অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ এমএ লতিফ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল অনুষ্ঠানে বক্তব্য দেন।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান জানান, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পিসিটি নির্মাণের সময়সীমা ধরা হলেও তা আরও আগে শেষ হতে পারে।

আগামী ১৫ দিনের মধ্যেই টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।

পিসিটির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মন্ত্রী নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শনে যান।