চট্টগ্রামে বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের আখতারউজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2017, 11:03 AM
Updated : 8 Sept 2017, 01:48 PM

শুক্রবার দুপুরে ফ্লাইওভারের ষোলশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- চট্টগ্রামের  প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল আহাদ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র কাসিব হামিদ সাব্বির।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ষোলশহর কৃষি ব্যাংকের সামনে মুরাদপুর থেকে লালখান বাজারের দিকে আসা দেশ ট্রাভলসের একটি বাস ওই মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

“বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের একজন ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পথচারীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

স্বজনরা জানান, আহাদ ও সাব্বির দুই বন্ধুর বাসা নগরীর গোসাইলডাঙ্গা এলাকায়। সাব্বির মোটার সাইকেল চালাচ্ছিলেন, আহাদ পেছনে বসা ছিলেন।

ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে পরে সীতাকুণ্ড উপজেলার ফকির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আটক করে পুলিশ।

বাসের চালক জাহাঙ্গীর মাহমুদ (৫০), তার সহকারী মামুনুর রশিদ (৩০) ও বাস সুপারভাইজার মাহবুবুর রহমানকে (২৯) গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার এসআই নাসির উদ্দিন বলেন, “দেশ ট্র্যাভেলসের বাসটি আটক করা হয়েছে। বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল।”