তেজস্ক্রিয় পদার্থ থাকার সন্দেহে বন্দরে কন্টেইনার আটক

ভেতরে তেজস্ক্রিয় পদার্থ আছে সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 03:56 PM
Updated : 7 Sept 2017, 03:56 PM

দুই সপ্তাহ আগে কন্টেইনারটি আটক করা হলেও বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার এএসএম আব্দুল্লাহ জানান, সিটাডেল গ্লোবাল করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান ‘জিংক অক্সাইড’ ঘোষণা দিয়ে কন্টেইনারটি চীনে পাঠাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের একসপ্তাহ আগে সন্দেহজনক কন্টেইনারটি আটক করা হয়। এটাকে বন্দরের ভেতরে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।

“আনবিক শক্তি কমিশনের চট্টগ্রামের কর্মকর্তারা কন্টেইনারটি পরীক্ষা করে তেজস্ক্রিয়তার প্রাথমিক আলামত পেয়েছে।”

কমিশনের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এসে কন্টেইনারটি আবার পরীক্ষা করবেন জানিয়ে আব্দুল্লাহ বলেন, তাদের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।