গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা একজন বৃদ্ধ ও এক কিশোরীসহ চারজন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 04:09 PM
Updated : 6 Sept 2017, 04:09 PM

এরা হলেন- সাহাব মিয়া (৮০), দুই ভাই আমীর হালিম (১৮) ও মো. হারেছ (১৫) এবং কিশোরী উম্মে সালমা (১৩)।

বুধবার সন্ধ্যার পর তারা হাসপাতালে ভর্তি হন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকিয়াবের মংডুর হাসুয়াথা এলাকার বাসিন্দা সাহাব মিয়ার বাঁ চোখের নিচের অংশে ও বুকে গুলি লেগেছে। পাঁচ-ছয়দিন আগে তিনি আহত অবস্থায় বাংলাদেশে আসেন।

“প্রথমে কুতুপালংয়ে এবং তারপরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। আজ চমেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন।”

অন্য আহতদের মধ্যে আমীর হালিম ও হারেছ আকিয়াবের বুশিডং থানার ডং বাজার এলাকার সোনা মিয়ার ছেলে।

অন্য আহত উম্মে সালমা বুশিডং বাজার এলাকার মৃত সোহাগ মিয়ার মেয়ে।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়।

এরপর প্রায় প্রতিদিনই সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে গুলি, বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা যেতে থাকে।

শরণার্থী হিসেবে আসতে থাকা মানুষের মধ্যে গুলিবিদ্ধ ও দগ্ধ মানুষের সংখ্যাও বাড়তে থাকে।

গত ১৪ দিনে মোট ৫৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন গত ২৬ অগাস্ট এবং অন্য একজন ৩০ অগাস্ট মারা যান।