চট্টগ্রামে আড়ৎ কর্মচারীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আছদগঞ্জের একটি শুটকির আড়তের কর্মচারীকে কুপিয়ে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 01:51 PM
Updated : 6 Sept 2017, 01:52 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেসার্স মুছা সওদাগরের ক্যাশিয়ার শিশির বড়ুয়া (৫৫) প্রতিষ্ঠানের ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান কোতয়ালী থানার এসআই রুহুল আমীন।

পরে পুলিশ ছিনতাইকারীদের বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া সাড়ে তিন লাখ টাকাও উদ্ধার করেছে।

এসআই রুহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশির বড়ুয়া টাকাগুলো ইস্টার্ন ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে অটোরিকশাতে করে আসা তিন-চারজন ছিনতাইকারী তার হাতে কোপ দিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

চকবাজার থানার ওসি মো. নুরুল হুদা বলেন, “টাকা ছিনতাইয়ের পর মোটরসাইকেল আরোহী এক যুবক অটোরিকশাকে ফলো করে। দুপুরে চকবাজার থানার সামনের রাস্তা দিয়ে পালিয়ে যাবার সময় অটোরিকশাটিকে পুলশের সন্দেহ হয়।

“পরে পুলিশের একটি টহল দল তাদের তাড়া কররে নগরীর সার্সন রোডে অটোরিকশা ফেলে ছিনতাইকারী পারিয়ে যায়। এসময় তারা টাকাভর্তি একটি ব্যাগ ফেলে যায়।

সেখান থেকে ছিনতাই হওয়া সাড়ে তিন লাখ টাকা উদ্ধার হয় উল্লেখ করে ওসি নুরুল হুদা বলেন, “এসব টাকা কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আহত শিশির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।