মেয়েকে বিদায় দিতে এসে ট্রেনে কাটা পড়লেন মা

মেয়েকে বিদায় দিতে রেলস্টেশনে এসে ট্রেনে কাটা পড়ে এক মায়ের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 06:52 AM
Updated : 4 Sept 2017, 06:52 AM

রোববার রাতে বন্দরনগরীর বটতলী রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফা বানু (৪৭) নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।

চট্টগ্রাম জিআরপি থানার ডিউটি অফিসার প্রিয়ময় চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দম্পতির মেয়ে ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের যাত্রী ছিলেন।

“মেয়েকে বিদায় দিতে স্বামী-স্ত্রী গতরাতে স্টেশনে আসেন। মেয়ের সাথে তারাও ট্রেনে ওঠেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়োয় নামতে গিয়ে লতিফা বানু দুর্ঘটনায় পড়েন।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসআই প্রিয়ময় বলেন, প্রথমে রাজ্জাক যখন নেমে যান; ট্রেন তখনও ধীর গতিতে চলছিল। এরপর লতিফা নামতে গেলে দড়জার কোনো অংশের সঙ্গে তার বোরকা আটকে যায়।

“এ সময় তিনি লাফ দিলে লাইনে পড়ে যান। ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে আনার পর রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক লতিফা বানুকে মৃত ঘোষণা করেন।