গর্তে পড়ল কোরবানির গরু; উদ্ধারে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া একটি কোরবানির গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 12:46 PM
Updated : 1 Sept 2017, 12:47 PM

নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকায় ভবন নির্মাণের জন্য করা গর্তে শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে গরুটি পড়ে গিয়েছিল।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় গরুটি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশন লিডার অংকুর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “স্থানীয় বাসিন্দা মো. আইয়ুব গরুটি কোরবানির জন্য এক লাখ ৪৫ হাজার টাকায় কেনেন। এটি আটকা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি।”

ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার ভ্যানের মাধ্যমে গরুটি টেনে তুলে মালিককে বুঝিয়ে দেন।

গর্তে পড়া গরুটি কিছুটা আঘাত পেলে তা গুরুতর নয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।