চট্টগ্রামে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

চট্টগ্রাম নগরীতে ট্রাফিক পুলিশের থামার নির্দেশ অমান্য করে পালানোর সময় এক স্কুলছাত্রীকে চাপা দিয়ে মেরেছে একটি বাস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 09:54 AM
Updated : 24 August 2017, 02:54 PM

নিহত সানোয়ারা ইয়াসমিন তিন্নি চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণিতে পড়তেন। তিনি নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকার আবু আহমেদের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে বন্দর নগরীর ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

ওসি মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক স্কুল ছাত্রী বাস চাপায় মারা গেছেন। মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। পথচারীদের সহায়তায় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রামের সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী উজ্জল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা দেড়টার দিকে বহদ্দারহাটমুখী একটি ১০ নম্বর রুটের বাস দুই নম্বর গেইট মোড়ে এলে সেটিকে থামার সংকেত দেন একজন ট্রাফিক পুলিশ সদস্য।

“বাসের চালক সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যায়। এসময় ট্রাফিক পুলিশের ওই সদস্য আবারও বাসটি থামানোর চেষ্টা করেন। তখন বাস চালক বাম দিকে মোড় নিয়ে পালানোর চেষ্টা করে।”

বাসটির বেপরোয়া গতি দেখে দু্ই নম্বর গেইট মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের মধ্যে ওই স্কুলছাত্রী দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন বলেও জানান উজ্জল দত্ত।

তিনি বলেন, এসময় বাসটি আবার ডানে সরে এগিয়ে যেতে চাইলে দৌড় দেওয়া ছাত্রীটি বাসের নিচে চাপা পড়েন।

বাস চাপায় ওই স্কুলছাত্রী মাথায় গুরুতর আঘাত পান বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে বেলা ৩টার দিকে নিহত ছাত্রীরা স্বজনরা চট্টগ্রাম মেডিকেলে আসেন বলে জানিয়েছে পুলিশ সদস্যরা।