চট্টগ্রামে যুব ইউনিয়ন কর্মীদের ত্রাণ সংগ্রহে বাধা

বন্যার্তদের ত্রাণ সংগ্রহে গিয়ে চট্টগ্রাম নগরীর পৌর জহুর হকার মার্কেটে বাধার মুখে পড়েছেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার নেতারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 05:30 PM
Updated : 22 August 2017, 05:30 PM

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি সুব্রত ধর মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মঙ্গলবার সন্ধ্যায় হকার মার্কেট এলাকায় গেলে দোকান মালিক সমিতির নেতারা বাধা দেন।

উতপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির পর যুব ইউনিয়ন নেতাকর্মীরা পাশের আমতল এলাকায় গিয়ে ত্রাণ সংগ্রহ করেন।

যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ, সহ-সভাপতি শ্যামল লোধ ও সুরঞ্জন শিকদার এবং সদস্য জুয়েল ত্রাণ সংগ্রহ দলে ছিলেন।

জানতে চাইলে জহুর হকার মার্কেট দোকান মালিক সমিতির সদস্য মো. ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে মার্কেট এলাকা থেকে সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ টাকা তুলে সিরাজগঞ্জ ও মুন্সীগঞ্জসহ চারটি জেলায় পাঠানো হয়েছে।

“তাই মার্কেট থেকে যাতে আর কেউ ত্রাণ না তোলে সেজন্য মানা করেছি। তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা হয়নি। তাদের নিষেধ করা হয়েছে মাত্র।”

বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সোমবার নগরীতে ত্রাণ সংগ্রহের কাজ শুরু করে যুব ইউনিয়ন।