চাক্তাই খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীর চাক্তাই খালের পাড় থেকে ‍দুটি অবৈধ ঘাট ও ১২টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 02:14 PM
Updated : 22 August 2017, 02:14 PM

মঙ্গলবার ওই অভিযানে সড়কের উপর ইট-বালু রেখে পথচারীদের অসুবিধা সৃষ্টি করায় এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানাও করে সিসিসির ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

সিসিসির ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাক্তাই খালের পাড় থেকে অবৈধ দুটি ঘাট ও দুই পাড়ে থাকা ১২টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও চেরাগী পাহাড় মোড়ে কদম মোবারক মুসলিম এতিমখানা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিনটি ভাসমান দোকানও উচ্ছেদ করা হয় বলে জানান জাফর।