চবি চারুকলার শিল্পকর্ম বিক্রির অর্থ পাবে বন্যার্তরা

বন্যার্তদের সহায়তায় শিল্পকর্ম প্রদর্শনী করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রদর্শনীতে শিল্পকর্ম বিক্রির অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 03:03 PM
Updated : 21 August 2017, 03:03 PM

রোববার নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটে প্রদর্শনীর মধ্য দিয়ে এ যাত্রা শুরু করেন চারুকলার শিক্ষার্থীরা।

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, চারুকলা ইনস্টিটিউট ও চেরাগী মোড়ে একই সময়ে এ শিল্পকর্ম প্রদর্শনী চলবে জানিয়েছেন আয়োজকরা।

চারুকলার শিক্ষার্থী অনিমেষ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই সাথে তিন জায়গায় আমাদের প্রদর্শনী চলবে। শিল্পকর্ম বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আমরা বন্যার্তদের সহায়তায় ব্যয় করব।”

এ আয়োজন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে জানিয়ে অনিমেষ বলেন, চারুকলার পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিল্পকর্ম বিক্রির জন্য থাকছে এ প্রদর্শনীতে।

এছাড়াও চারুকলার শিল্পী রশিদ চৌধুরী গ্যালারিতে আগামী ২৬ থেকে ২৯ অগাস্ট পর্যন্ত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অনিমেষ।

শিল্পকর্ম কিনে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা।

শিল্পকর্ম সংক্রান্ত তথ্য পেতে ০১৮৩৮৯০০২৮২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।