সড়কের বাঁকে প্রাণ গেল ৩ মোটর সাইকেল আরোহীর

চট্টগ্রামে সড়কের বাঁকে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 03:33 AM
Updated : 18 August 2017, 11:24 AM

বৃহস্পতিবার গভীর রাতে আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর রেল গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।

আকবর শাহ থানার এসআই মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তিনজন একে খান গেইটের দিক থেকে মোটর সাইকেল নিয়ে ফয়’স লেকের দিকে আসছিলেন।

ইস্পাহানি রেল গেইট অতিক্রম করে বাঁক নেওয়ার সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুথী একটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে এসআই শাহজাহান জানান।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ভোর পৌনে ৪টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

“এদের মধ্যে নিজাম ও রেজাউল আগেই মারা গিয়েছিলেন। হাসপাতালে আনার পর কামরুলকেও মৃত ঘোষণা করা হয়।”

আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর বলেন, “দুর্ঘটনার ধরণ দেখে মনে হচ্ছে মোটর সাইকেলটি অন্য কোনো পরিবহনকে ওভারটেক করতে গেলে ট্রাকটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।”

ট্রাক চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে।  

ওসি বলেন, মোটর সাইকেলের আরোহীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে তারা শুনেছেন। তারা কোথায় গিয়েছিলেন তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।   

তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।