পরিবেশ দূষণ: এক প্রতিষ্ঠানকে জরিমানা

কালো ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ করায় একটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 02:15 PM
Updated : 16 August 2017, 02:15 PM

বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

অধিপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় সালেহ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় গত ৯ অগাস্ট অভিযান পরিচালিত হয়।

“সেসময় স্টিল রি-রোলিং মিলটিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসি) ঠিকভাবে কাজ না করায় প্রচুর কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়।”

বুধবার এ সংক্রান্ত শুনানি শেষে কারখানাটিকে জরিমানা করা হয়।

পাশাপাশি ১৫ নভেম্বরের মধ্যে এপিসি ঠিকভাবে চালু না করলে ১৬ নভেম্বর থেকে কারাখানাটি বন্ধ করে দেওয়া হবে সতর্ক করা হয় বলে জানান সংযুক্তা দাশগুপ্তা।