চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীদের বিরোধে ছুরিকাঘাতে একজন আহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় ‘কলেজ কেন্দ্রিক বিরোধের জেরে’ এক পক্ষের ছুরিকাঘাতে অন্যপক্ষের এক শিক্ষার্থী আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 08:55 AM
Updated : 16 August 2017, 08:55 AM

আহত মো. আলাউদ্দিন (১৮) নগরীর ওমরগণি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। তিনি নগরীর নাসিরাবাদ আল ফালাহ গলির মো. আমিরের ছেলে।

খুলশী থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝাউতলা খুলশী কলোনি রেললাইন এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধে ছুরিকাঘাতে একজন আহত হয়েছে।

“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। কলেজ কেন্দ্রিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।”

এমইএস কলেজ এর ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, কলেজ ছাত্রলীগের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

আহত আলাউদ্দিন জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারী এবং হামলাকারীরা ভিপি ওয়াসি উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

আহত শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটিতে ভর্তি আছেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি বলেন, “তার পেটে ছুরির আঘাত আছে। তবে আঘাত গুরুতর নয় বলে চিকিৎসক জানিয়েছেন।”