সাগরে নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ উদ্ধার

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 08:41 AM
Updated : 16 August 2017, 08:41 AM

বুধবার বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকত থেকে দুই কিলোমিটার দূরের একটি চর সংলগ্ন এলাকায় সাগরে জেলেদের জালে নাকিবের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থলে থাকা চুয়েট’র উপ-ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের জালে নাকিবকে পাওয়া গেছে।

“ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি চরের কাছে তাকে পাওয়া যায়। সেখানে থেকে হেঁটে বেড়িবাঁধ এলাকার দিকে যাচ্ছি।”

মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সৈকতে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাকিব মোহাম্মদ খাব্বাব নিখোঁজ হন।

দুই নারীকে ভেসে যাওয়া থেকে রক্ষা করতে গিয়ে নাকিব নিখোঁজ হন বলে জানিয়েছিলেন তার সহপাঠী রাকিব হাসান তমাল।

কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে নাকিব সাগরে নিখোঁজের পর থেকে তার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড।