চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেট্রোল

চট্টগ্রাম নগরীর কাপাসগোলায় স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে রাতের আঁধারে কে বা কারা পেট্রোল ছিটিয়ে দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 07:50 AM
Updated : 16 August 2017, 11:48 AM

জাতীয় শোক দিবসের পরদিন বুধবার ভোর রাতে পেট্রোল ছিটিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে বলে পাশের ভবনের এক সিসিটিভি ফুটেজ দেখে জানিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকায় সড়কের মোড়ে বছর খানেক আগে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিটি স্থাপন করা হয়।

সেখানে একইসঙ্গে জাতির জনকের পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিও আছে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ছাত্র প্রতিনিধি সুভাষ মল্লিক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতির জনকের প্রতিকৃতিকে পেট্রোল ছিটিয়ে দেওয়া হয়েছে।

“শোক দিবসে শ্রদ্ধা জানিয়ে দেওয়া একটি পুষ্পস্তবকও পুড়িয়ে দেওয়া হয়।”

পাশের একটি ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেন সুভাষ মল্লিক।

তিনি বলেন, ভোর ৪টা ৩৪ মিনিটে ছাতা মাথায় লম্বা একজন লোক সেখানে যান। তাকে কিছু একটা স্প্রে করতে দেখা গেছে।

“৪টা ৪৬ মিনিটে আবার তিন-চারজন লোক আসে। তারা পেট্রোল ছিটিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আবারও কয়েকজন লোক আসে। তারা একটি ফুলের টব দিয়ে প্রতিকৃতিতে আঘাত করে। এতে টবটি ভেঙে যায়।”

প্রতিকৃতিটির ওপর মোটা কাঁচ থাকায় সেটি ভাঙেনি বলে জানান সুভাষ।

বিষয়টি জানতে পেরে নগরীর পাঁচলাইশ ও চকবাজার থানার ওসি ঘটনান্থল পরিদর্শন করেছেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে এসেছি, আমরা দেখছি।”

ভিডিও ফুটেজ সংগ্রহ এবং পেট্রোল ছড়ানোর বিষয়ে জানতে চাইলে ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, “এখনই কিছু বলা যাচ্ছে না। সব দেখার পর কিছু বলতে পারব।”