চট্টগ্রামে সাগরে নেমে চুয়েট ছাত্র নিখোঁজ

চট্টগ্রামের সীতাকুন্ডে সৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্র।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 07:48 PM
Updated : 30 Nov 2018, 09:09 PM

মঙ্গলবার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতের এ ঘটনায় নিখোঁজ নাকিম মোহাম্মদ চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

দুই নারীকে ভেসে যাওয়া থেকে রক্ষা করতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সহপাঠী রাকিব হাসান তমাল।

তমাল বলেন, “নাকিমসহ আমরা আট-দশজন বন্ধু গুলিয়াখালী সৈকতে বেড়াতে যাই। সেখানে বেড়াতে আসা মেয়েদের একটা গ্রুপের দুজন পানিতে ডুবে যাচ্ছিল দেখে আমরা কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে যাই। কিন্তু ওই দুই নারীকে স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার করা গেলেও নাকিম সমুদ্রের পানিতে ভেসে যায়।”

নাকিমের সন্ধানে উদ্ধারকাজ চলছে জানিয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। পরে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেন।

নাকিম কুমিল্লা জেলার শফিকুল ইসলামের ছেলে।