চট্টগ্রামে স্ত্রী হত্যায় জড়িত অভিযোগে সেনা সদস্য গ্রেপ্তার

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক সেনা সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 02:52 PM
Updated : 14 August 2017, 02:52 PM
রোববার গভীর রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের বড়ুয়াপাড়ায় স্বামীর বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন একটি বেসরকারি স্কুলের শিক্ষক রুমি বড়ুয়া।

এ ঘটনায় জড়িত অভিযোগে তার স্বামী রিন্টু বড়ুয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয় বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার মধ্যরাতে পারিবারিক কলহের জের ধরে রুমিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন।

এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় রুমির ভাই মনোজ বড়ুয়া বাদী হয়ে একটি মামলা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ বলেন, আট বছর আগে রুমির সঙ্গে রিন্টুর বিয়ে হয়। রুমি বান্দরবানে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। গত বৃহস্পতিবার স্বামীর সঙ্গে শ্বশুড় বাড়ি আসেন তিনি।

গ্রেপ্তার রিন্টু বড়ুয়া কক্সবাজারের রামুতে সেনা বাহিনীর করপোরাল পদে কর্মরত আছেন। তিনি বড়ুয়াপাড়ার কমল বরণ বড়ুয়ার ছেলে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের নাম জানতে রিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ইমতিয়াজ।