‘পরিবারের সবাই মাদক কারবারি’

চট্টগ্রামে ইয়াবাসহ এক ‘মাদক কারবারিকে’ ধরার পর পুলিশ বলছে, স্ত্রী-সন্তানদের নিয়ে মাদক বিক্রি করে আসছিলেন ওই ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 01:35 PM
Updated : 14 August 2017, 01:35 PM

সোমবার দুপুরে পশ্চিম শহীদ নগর এলাকা থেকে মো. নাছির (৪৫) নামের ওই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ।

এসময় তাজুল ইসলাম ওরফে তাজু (২৮) নামে নাছিরের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম শহীদ নগর এলাকায় নাছির তার বাসায় ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। সেটি ‘নাছিরের স্পট’ নামে মাদকসেবীদের কাছে পরিচিত।

ওসি জানান, নাছির তার বাসার গেইটে ছোট ছোট খোপ তৈরি করে কাউন্টারের মতো বানিয়েছেন। এসব খোপ দিয়েই ইয়াবা ও গাঁজাসেবীরা মাদক সংগ্রহ করে।

আগে কয়েকবার সেখানে অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি উল্লেখ করে ওসি মহসিন বলেন, “নাছির ছাড়াও তার স্ত্রী রূপবানু, দুই মেয়ে কোহিনূর, মরিয়ম, দুই ছেলে শফি প্রকাশ বাক্কুম, শহীদ খান ওরফে সৈয়দ খান, পালক ছেলে দেলোয়ার মাদক বিক্রি করে।

“সোমবার পুলিশ ওই স্পটে অভিযান চালিয়ে নাছির ও তাজুকে গ্রেপ্তার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।”

অভিযানে ওই বাসা থেকে সাড়ে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।

নাছির ও তাজু ছাড়াও নাছিরের স্ত্রী, ছেলে-মেয়েসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।