চট্টগ্রামের রাস্তায় আগুনে পুড়েছে মাইক্রোবাস

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে আগুনে একটি মাইক্রোবাস পুড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 12:28 PM
Updated : 11 August 2017, 12:28 PM

শুক্রবার বেলা ২টার দিকে এ আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

“মাইক্রোবাসটি গ্যাসচালিত। তাই আগুন লাগার পর তা ছড়িয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা একটি গাড়ি নিয়ে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

গাড়িতে চালক ও যাত্রীরা থাকলেও আগুন লাগার পরপরই তারা নেমে চলে যান জানিয়ে তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাউকে পায়নি।”

আগুনে মাইক্রোবাসটির প্রায় অর্ধেকটা পুড়ে গেছে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর এই সদস্য।