চট্টগ্রামে টিনের চাল চাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামে ঝড়ো হাওয়ায় টিনের চাল উড়ে গিয়ে পথচারীদের ওপর পড়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 06:48 AM
Updated : 11 August 2017, 11:34 AM

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কর্ণফুলীর তীরবর্তী ফিশারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নন্দন কানন স্টেশনের কর্মকর্তা রবিউল আজম জানান।

নিহত রাসেল দে (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের ছেলে। চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন তিনি।  

আহত দুজন হলেন বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার আবদুল খালেক (৪০) এবং কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,

ধেয়ে আসা বাতাস মেরিনার্স সড়কের উল্টো দিকের ওই স’ মিলের টিনের চালা উড়িয়ে নেয়। টিনসহ ঘরের কাঠামোর বিভিন্ন অংশ ৪০-৫০ গজ দূরে গিয়ে তিনজনের ওপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান।

স্থানীয়রা জানান, মো. হায়দার নামের এক ব্যবসায়ী ওই স মিলের মালিক। মিলের পুরনো কাঠামোর পাশে আরেকটি অংশের নির্মাণকাজ চলছিল মাসখানেক ধরে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তংচংগ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘূর্ণিঝড় বা টর্নেডোর কোনো তথ্য নেই। ঝড়ো বাতাসের কারণে ঘর উপড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।”

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভূমি ধসের সর্তকতা জারি করা হয়েছে।