ওয়েজ বোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চান সাংবাদিকরা

নবম ওয়েজ বোর্ড বিষয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 02:37 PM
Updated : 10 August 2017, 02:37 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

‘নবম ওয়েজ বোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্য’র প্রতিবাদের এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, গণমাধ্যম নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক।

“অর্থমন্ত্রী যদি অবিলম্বে এসব আপত্তিকর বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে ভবিষ্যতে সাংবাদিক সমাজ তাকে বয়কট করবে।”

দেশের ‘অগ্রযাত্রা ও গণতন্ত্র’ রক্ষায় অর্থমন্ত্রীকে ছুটি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান সিইউজে সভাপতি।

সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, স ম ইব্রাহিম, আবদুর রউফ পাটোয়ারী, শাহরিয়ার হাসান, মোহাম্মদ আলী পাশা প্রমুখ।

গত মঙ্গলবার সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের  চেয়ে বেতন ‘বেশি’ হওয়ায় সাংবাদিকদের জন্য আর কোনো ওয়েজ বোর্ডের ‘দরকারই নেই’