অবৈধ পশুর হাট উচ্ছেদে নামছে সিটি করপোরেশন

নগরীতে থাকা ১৬টি অবৈধ পশুর হাট উচ্ছেদ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 02:14 PM
Updated : 10 August 2017, 02:14 PM

বৃহস্পতিবার নগর ভবনে এক সভায় মোট ১৬টি পশুর হাটকে অবৈধ চিহ্নিত করে এসব উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

নগরীর বায়েজিদ, পতেঙ্গা, হালিশহর, ডাবলমুরিং, বাকলিয়া ও চান্দগাঁওয়ে থাকা এসব পশু হাট উচ্ছেদে সোমবার থেকে অভিযান শুরু হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, এসব অবৈধ বাজারের কারণে সিসিসির ইজারা দেওয়া বৈধ বাজারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

“আমরা রোববার এসব এলাকায় মাইকিং করে তাদের সরে যাওয়ার জন্য বলব। সোমবার থেকে উচ্ছেদে আমরা অভিযানে নামব।”

নগরীতে সিসিসির বৈধ পশুর হাট রয়েছে ছয়টি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কমকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন ও উপ-পুলিশ কমিশনার ফারুক-উল-হক।