রামদা ও ছোরা বহনের সাজা ৭ বছর কারাদণ্ড

নয় বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা ও ছোরাসহ গ্রেপ্তারের ঘটনায় অস্ত্র আইনে করা এক মামলায় দুজনের সাত বছরের কারাদণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 12:09 PM
Updated : 10 August 2017, 12:09 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তানিয়া কামাল এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- নুরুজ্জামান এবং শহীদুল ইসলাম। ঘটনার সময় নুরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে এবং শহীদুল গণিত বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন।

দুই আসামিই জামিন নিয়ে পলাতক বলে জানান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অজয় বোস।

মামলার নথি অনুসারে, ২০০৮ সালের ২৮ জুলাই ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা ওই দুই শিক্ষার্থীকে আটক করে। তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়।

এঘটনায় হাটহাজারী থানার সে সময়ের এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন।

২০০৯ সালের ৭ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন বলে জানান অতিরিক্ত পিপি অজয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ত্র মামলার করা অভিযোগ প্রমাণ হওয়ায় দুই আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।”