জুয়ার ফাঁদে ফেলে সর্বস্বান্ত, গ্রেপ্তার ৬

তারা দল বেঁধে ঘুরে বেড়ায়। নিম্ন আয়ের লোকজনের চলাচল যেখানে বেশি সেখানেই হঠাৎ গামছা পেতে বসে পড়ে; শুরু করে ‘তিন পাত্তি’ (একধরনের জুয়া) খেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 12:52 PM
Updated : 6 August 2017, 12:52 PM

জুয়ার এক পর্যায়ে রাস্তায় তাদের দেখতে উৎসুক লোকজনকেও আকৃষ্ট করে। পরে কৌশলে টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রটি।

রোববার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চক্রসকানন আবাসিক এলাকা থেকে এই চক্রের ছয়জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ইউসুফ (২৫), আব্দুর শুক্কুর (৫২), সায়েদ (৩৫), জালাল (৪২), শাকিল (২৫) ও শামীম (১৮)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চক্রটি কিছুদিন যাবৎ বায়েজিদ এলাকায় সক্রিয় হয়ে উঠেছে।

“নিম্ন আয়ের লোকজন চলাচল করে এমন রাস্তার আশপাশে তারা গামছা পেতে জুয়া খেলতে বসে। যেসব পথচারী আকৃষ্ট হয়, তাদরকে খেলতে বলা হয়।”

আকৃষ্ট হয়ে তাদের সাথে যারা খেলতে বসে তাদের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে চক্রটির বিরুদ্ধে, বলেন ওসি মহসিন।